রবিবার, মার্চ ১৬, ২০২৫
Logo
He was trapped in the car for six days.

দুর্ঘটনার শিকার হয়ে গাড়িতে আটকা ছিলেন ছয় দিন, বাঁচলেন অলৌকিকভাবে

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ১৩ মার্চ, ২০২৫, ০৪:৪২পিএম

দুর্ঘটনার শিকার হয়ে গাড়িতে আটকা ছিলেন ছয় দিন, বাঁচলেন অলৌকিকভাবে
.....সংগৃহীত ছবি

গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন। ওই সময় হঠাৎ গাড়ি পড়ে যায় একটি সরু জলাধারে। সেখানে এমনভাবে গাড়িটি আটকে যায় যে, তিনি আর বের হতে পারছিলেন না। এমন করে টানা ছয়দিন আটকা ছিলেন। তবে এক ব্যক্তি গাড়িটি দেখতে পাওয়ার পর অবশেষে আটকাবস্থা থেকে মুক্তি পান তিনি। ছয়দিন আটকা থাকলেও অলৌকিকভাবে বেঁচে যান তিনি।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে। স্থানীয় নিউটন কাউন্টির পুলিশ কর্মকর্তা শেনন কোঠরান সামাজিক মাধ্যমে একটি পোস্টে এ ঘটনার বিস্তারিত জানিয়েছে। তিনি বলেছেন, ব্রিয়োনা কাসেল নামে ৪১ বছর বয়সী ওই নারীর গাড়িটি গত মঙ্গলবার দেখতে পান এক ব্যক্তি। তিনি ড্রেনেজের যন্ত্রাংশের অপারেটরের কাজ করেন। এরপর তিনি তার সুপারভাইজারকে বিষয়টি জানান। তারা গাড়িটির কাছে গিয়ে ভেতরে নারীকে দেখতে পান। ওই সময় এ নারীর জ্ঞান ছিল এবং তিনি কথাও বলতে পারছিলেন। এরপর বেশ কয়েকটি সংস্থার উদ্ধারকারীরা এসে তাকে উদ্ধার করে শিকাগো হাসেপাতালে নিয়ে যায়।

এই নারী নিখোঁজ হওয়ার পর তার পরিবার তার খোঁজে পুলিশের দারস্থ হয়েছিল। এর কয়েকদিন পর তারা তার সন্ধান পান।

এবিসি নিউজকে ব্রিয়োনা কাসেলের বাবা ডেলমার ক্যাল্ডওয়েল বলেছেন, তার মেয়ে বৃহস্পতিবার থেকে গাড়ির ভেতর আটকা ছিলেন। ওইদিন রাতে গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েন। এক সময় তার গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে জলাধারে পড়ে যায়। তার গাড়িটি যেখানে পড়েছিল সেই স্থানটি রাস্তা থেকে দেখা যায় না। এ কারণে রাস্তার কারও নজরে তিনি পড়েননি।

তিনি আরও জানিয়েছেন, তার মেয়ে পা এবং কোমরে আঘাত পেয়েছে। এছাড়া তার ফোনটি পাওয়া গিয়েছিল সিটের নিচ থেকে। অর্থাৎ তিনি তার ফোনটি হাতে নিয়ে কাউকে কল করতে পারছিলেন না।

এই ছয়দিন তিনি পানি খেতে পেরেছিলেন। যা তাকে বাঁচিয়ে রাখতে সহায়তা করেছে। তার বাবা বলেছেন, সে তার হুডিটি পানিতে ডুবিয়ে সেটি মুখে ঢুকিয়ে পানি খেতে পেরেছিল।

সূত্র: এএফপি