শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫
Logo
Drone attack

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি একটি সামরিক ভবন

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ০১ এপ্রিল, ২০২৪, ০১:৫৪এএম

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি একটি সামরিক ভবন
একটি ড্রোন হামলায় একটি সামরিক ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।....সংগৃহীত ছবি

ইসরায়েলের ইলাত অঞ্চলে একটি ড্রোন হামলায় একটি সামরিক ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। দেশটির প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, কোন বিল্ডিংটি আঘাত করা হয়েছে বা বস্তুটিকে প্রতিরক্ষা করতে কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কিনা তা স্পষ্টভাবে বলা হয়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর বিবৃতিতে।

আইডিএফ বলেছে, ইলাতে যে ড্রোন হামলায় সামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি দৃশ্যত ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছে।

এদিকে, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের নামের একটি প্রতিরোধ গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।