আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Parliament Election

স্বজনদের সহায়তায় ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ০৭ জানুয়ারী, ২০২৪, ০১:০০ পিএম

স্বজনদের সহায়তায় ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ
ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধা

পটুয়াখালী-৪ আসনের কলাপাড়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ সংসদ নির্বাচন শুরু হয়েছে। ভোটাররা সকাল আট টা থেকে কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। বেলা যত বাড়ছে তত ভোটার উপস্থিতি বাড়ছে। সরেজমিন ঘুরে এসব দৃশ্য দেখা গেছে।

সকাল দশটায় কাংকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ছয়জন প্রার্থীর সকল এজেন্ট রয়েছে। নারী-পুরুষ ভোটার এসে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।  করমজাপাড়া গ্রামের ৯০ বছর বয়সী মোতালেব শাহ অসুস্থ অবস্থায় একটি অটো বাইকে চড়ে ভোট দিতে এসেছেন। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জনালেন সকাল ১০টা পর্যন্ত এ কেন্দ্রে মোট ২৫২ ভোট কাস্ট হয়েছে। 

এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২০৫৬ জন। মধুখালি ও তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের সুষ্ঠু পরিবেশ দেখা গেছে।  বেলা যতই বাড়ছে ভোটার উপস্থিতি ততই বাড়ছে। ভোটাররা ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। 



google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0