আর্কাইভ কনভাটার ঢাকা, মঙ্গলবার, মে ১৪, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Parliament election

সরকারের কাছে কর্মসূচির পালনের অনুমতি চেয়েছে বিএনপি

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৪, ১১:৫৭ পিএম

সরকারের কাছে কর্মসূচির পালনের অনুমতি চেয়েছে বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। গত ১১ জানুয়ারি বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে নতুন সরকার আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে। গতকাল মন্ত্রিসভার আনুষ্ঠানিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। তবে এই নির্বাচনকে ডামি নির্বাচন অভিহিত করে নির্বাচন বর্জনের পাশাপাশি এই সরকারকেও অস্বীকার করেছে বিএনপি। সরকার গঠনের পর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে, ডামি নির্বাচনের ডামি ফলাফল, ডামি এমপি এবং ডামি শপথের মধ্যদিয়ে আরেকটি কৃষ্ণতম মেকি সরকারের যাত্রা শুরু হয়েছে। এই সরকারকে স্বীকৃতি দিতেও অস্বীকৃতি জানিয়েছে বিএনপি। বরং নতুন করে নির্বাচনের দাবি করে তুলেছে দলটি।


উল্লেখ্য, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে আগে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল বিএনপি। প্রাপ্ত খবরে এখন পর্যন্ত এই আন্দোলন প্রত্যাহার করা হয়নি। অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশবাসীর প্রতি সরকারকে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছিল দলটি। শুধু তাই নয়, সরকারকে অবৈধ ঘোষণা করে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় দেওয়া স্থগিত রাখারও আহ্বান জানানো হয়েছিল। নির্বাচনের পরও একই অবস্থান ব্যক্ত করে বিএনপি। তারা এই নতুন সরকারকে অবৈধ ঘোষণা করে। কিন্তু এখন মজার ব্যাপার হলো যে সরকারকে তারা স্বীকৃতিই দিতে চায় না কিংবা এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি সেই সরকারের কাছে দলের একটি সাধারণ কর্মসূচির অনুমতি চেয়েছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার অনুমতি চেয়ে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি পাঠিয়েছে বিএনপি। 


ডিএমপি কমিশনার বরাবর বিএনপির পাঠানো এই চিঠি রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। খোদ বিএনপির কোনো কোনো নেতা এবং বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা সমমনা দলগুলোর নেতৃবৃন্দ এটিকে বিএনপির নৈতিক পরাজয় বলে মনে করছেন। তারা বলছেন, যখন আমরা নির্বাচন মানছি না, এই সরকারকে মানছি না, এই সরকার স্বীকৃতির সংকটে ভুগছে সেই সময় সরকারের কাছে অনুমতি চাওয়া নৈতিক পরাজয় ছাড়া কিছু হতে পারে না। কারণ যখন সরকারের কাছে অনুমতি চাওয়া হলো এর মধ্য দিয়ে এই সরকারকে বৈধতা দেওয়া হলো। বিষয়টি নিয়ে নিজেদের অস্বস্তির কথাও জানান বিএনপির কোনো কোনো নেতা। 


উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার জন্য অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি পাঠিয়েছে বিএনপি। 

সূত্র: বাংলা ইনসাইডার

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0