আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

The market price of gold decreased

দাম বাড়ানোর একদিন পরই কমলো স্বর্ণের বাজার দর

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৪, ০৭:৪২ পিএম

দাম বাড়ানোর একদিন পরই কমলো স্বর্ণের বাজার দর
দাম বাড়ানোর একদিন পরই কমলো স্বর্ণের বাজার। সংগৃহীত ছবি

রেকর্ড দাম বাড়ানোর একদিন পর আবার স্বর্ণের দাম কমা‌নোর ঘোষণা দি‌য়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সমিতি। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। ফলে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হ‌বে এক লাখ ১০ হাজার ৬৯১ টাকা। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) যার দাম ছিল ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা।

আরও পড়ুন:>> সোনার দামে‌ আবারও রেকর্ড॥ ভরি ছাড়াল ১ লাখ ১২ হাজার

বৃহস্প‌তিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


দাম বাড়ানোর একদিন পরই কমলো স্বর্ণের বাজার। সংগৃহীত ছবি

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0