আর্কাইভ কনভাটার ঢাকা, মঙ্গলবার, মে ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

10 taka liter milk sold

ভোক্তার সম্মাননা পাচ্ছেন এরশাদ

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৪, ০৩:০১ পিএম

ভোক্তার সম্মাননা পাচ্ছেন এরশাদ
রমজান উপলক্ষে ১০ টাকা লিটার দুধ বিক্রি করায় ভোক্তার সম্মাননা পেলেন করিমগঞ্জের মো. এরশাদ উদ্দিন। ...প্রতীকী ছবি

রমজান উপলক্ষে ১০ টাকা লিটার দুধ বিক্রি করায় ভোক্তার সম্মাননা পেলেন কিশোরগঞ্জের করিমগঞ্জের মো. এরশাদ উদ্দিন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মো. এরশাদ উদ্দিনকে ‘বেস্ট প্র্যাকটিস সম্মাননা’- দেওয়া হয়।

শুক্রবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণ করেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এরশাদ উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

মো. এরশাদ উদ্দিন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান। এছাড়া তিনি বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য।

গত তিন বছরের ধারাবাহিকতায় এবছরেও রোযার প্রথমদিন ১২ মার্চ থেকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের তার জেসি এগ্রো ফার্ম থেকে ১০ টাকা লিটার দুধ বিক্রির কার্যক্রম শুরু করেন। সেখান থেকে প্রতিদিন ৬৫-৭০টি পরিবার এক লিটার করে দুধ ১০ টাকা দিয়ে সংগ্রহ করে। এ কার্যক্রম রমজানের শেষদিন পর্যন্ত চলবে।



google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0