আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

SSC and equivalent examination

নিয়ামতপুরে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

Bijoy Bangla

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:৩১ পিএম

নিয়ামতপুরে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
নিয়ামতপুরে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে শান্তিপূর্ণভাবে নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের বাংলা প্রথম পরীক্ষা। উপজেলার ৬টি কেন্দ্রের মধ্যে এসএসসিতে ৪টি, দাখিলে ১ এবং ভোকেশনালে ১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর উপজেলায় এসএসসিতে মোট ছাত্র-ছাত্রী ১ হাজার ৮২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৮ জন। দাখিলে মোট ছাত্র-ছাত্রী ৪০১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২৭ জন। ভোকেশনালে মোট ছাত্র-ছাত্রী ২ হাজার ৩১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন অনুপস্থিত।

নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষা শুরুর পর উপজেলার ৬টি কেন্দ্র পরিদর্শন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) রূপম দাস। 

 রূপম দাস বলেন, সকাল থেকেই উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের তত্বাবধানে ৬ টি  কেন্দ্রে  শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা পরীক্ষা গ্রহণ করেছি।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0