আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

The son tested the father's dead body

বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষা দিলো ছেলে

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:৩৯ পিএম

বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষা দিলো ছেলে
বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষা দিলো ছেলে

গোপালগঞ্জের মুকসুদপুরে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে নাইম হোসেন হৃদয় নামের এক শিক্ষার্থী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্রে ধর্ম পরীক্ষায় অংশ নেয় সে। নাইম হোসেন উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে।

নাইম হোসেন হৃদয় জানান, বাবার ইচ্ছা ছিল আমি বিসিএস ক্যাডার হবো। কিন্তু বাবার সে স্বপ্ন পূরণ হলো না। আমার বাবা দেখে যেতে পারলেন না আমার ভবিষ্যৎ।

হৃদয়ের চাচা বাবুল মোল্যা জানান, আমার ভাই মনিরুজ্জামান মোল্যা সোমবার রাতে স্ট্রোক করে ইন্তেকাল করেন। ভাতিজার পরীক্ষা শেষ হলে তাকে দাফন করা হবে।

কেন্দ্রসচিব অচিন্ত্য কুমার বিশ্বাস জানান, শিক্ষার্থী নাইম হোসেন হৃদয় মোল্যার বাবা ইন্তেকাল করেছেন। খবর পেয়ে তাকে আলাদা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু তিনি সবার সঙ্গে বসে পরীক্ষা দেয়।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0