আর্কাইভ কনভাটার ঢাকা, শুক্রবার, মে ১৭, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

National Street Drama Festival

কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পথনাট্য উৎসব শুরু

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:১১ এএম

কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পথনাট্য উৎসব শুরু
কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পথনাট্য উৎসব শুরু

‘রাজনীতির মাপকাঠি, শিল্প সাহিত্য সংস্কৃতি’ প্রতিপাদ্যে ‘জাতীয় পথনাট্য উৎসব ২০২৪’র উদ্বোধন হয় কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার সন্ধ্যায়। বাংলাশে গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত সাত দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঞ্চসারথী আতাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান। উৎসব সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। এর পর ‘ইতিহাস জান তুমি আমরা পরাজিত হইনি’ সংগীত পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল। উদ্বোধনী নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল শিল্পীরা। পরে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন অতিথিরা।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এবারের আয়োজন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারসহ ৮টি বিভাগের ২১টি জোনে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। ভাষা শহীদদের স্মরণে বিগত ৩৪ বছর ধরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন জাতীয় পথনাটক নাট্য উৎসবের আয়োজন করে আসছে। আমাদের শ্রেষ্ঠ অর্জন ভাষা আন্দোলন ও আমাদের স্বাধীনতা। স্বৈরাচার, সাম্প্রদায়িকতাসহ সকল প্রগতিশীল আন্দোলনে এদেশের নাট্যকর্মীদের ভূমিকা অপরিসীম। এদেশের নাট্যকর্মীরা সকল গণজাগরণে অগ্রণী ভূমিকা পালন করেছে।

আগামীতেও গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে এদেশের নাট্যকর্মীদের জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজে পথনাটকের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীকে সচেতন করার কাজটি করতে হবে নাট্যকর্মীদের। ধর্মান্ধতা ও কূপম-কতার বিরুদ্ধে মানবিক সংস্কৃতি বিকাশে নাট্যকর্মীদের কাজ করতে হবে।

উদ্বোধনী নাটক হিসেবে উৎস নাট্যদল প্রযোজনা ‘ইঁদারা’ মঞ্চায়নের কথা থাকলেও বৃষ্টির কারণে আর হয়ে ওঠেনি। মান্নান হীরার রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন ইমরান হোসেন ইমু।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য ও নাটক পরিবেশিত হয়। সারাদেশের ৩০০ এর অধিক নাট্যদল ভাষা শহীদদের এই মাসে ২১টি জোনে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পথনাটকের মঞ্চায়নের মাধ্যমে জাতীয় পথনাটক নাট্য উৎসব পালন করবে।


অচ / বি

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0