আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, এপ্রিল ২৯, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Director Harunur Rashid

পরিচালক হারুনুর রশিদ আর নেই

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:১৯ এএম

পরিচালক হারুনুর রশিদ আর নেই
‘মেঘের অনেক রং’ খ্যাত চলচ্চিত্র পরিচালক হারুনুর রশিদ -- সংগৃহীত।

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘মেঘের অনেক রং’ খ্যাত চলচ্চিত্র পরিচালক হারুনুর রশিদ মারা গেছেন। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় না ফেরার দেশে চলে গেছেন তিনি (ইন্না ... রাজিউন)।

খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ডেপুটি সেক্রেটারি জেনারেল কবিরুল ইসলাম রানা।

তিনি বলেন, অনেক দিন ধরেই হারুনুর ভাই অসুস্থ ছিলেন। ব্রেইন স্ট্রোক করে ৬ জানুয়ারি রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছিল। ডাক্তার বলেছিলেন ধীরে ধীরে সেরে উঠবেন তিনি। তবে তার শেষ রক্ষা হলো না আর। সবাইকে রেখে চিরবিদায় নিলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

হারুনুর রশিদ ‘মেঘের অনেক রং’ ছাড়াও পরিচালনা করেছেন ‘গুনাইবিবি’। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ‘সুয়োরানী দুয়োরানী’, ‘কাঞ্চনমালা’ ও ‘রূপবান’ সিনেমায়। তিনি ১৯৭৬ সালে ‘মেঘের অনেক রং’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0