আর্কাইভ কনভাটার ঢাকা, শুক্রবার, মে ১৭, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Salman Khan

সালমান খানের বাড়িতে হামলাকারী আসামির : পুলিশ হেফাজতে ‘আত্মহত্যা’

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২ মে, ২০২৪, ১১:১১ পিএম

সালমান খানের বাড়িতে হামলাকারী আসামির : পুলিশ হেফাজতে ‘আত্মহত্যা’
সালমান খানের বাড়িতে গুলি হামলা মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত আসামিকে মুম্বাই পুলিশ হেফাজতে মৃত অবস্থায় পাওয়া গেছে।....প্রতীকী ছীব

বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি হামলা মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত আসামিকে মুম্বাই পুলিশ হেফাজতে মৃত অবস্থায় পাওয়া গেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১ মে) অনুজ থাপন (৩২) নামের ওই অনুজ থাপন আত্মহত্যা করেছেন-এমন দাবি করেছে মুম্বাই পুলিশ। 

মুম্বাই পুলিশ জানায়, বিছানার চাদর দিয়ে শৌচাগারে গলায় ফাঁস নিয়েছিলেন অনুজ থাপন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক এই অভিযুক্তকে মৃত ঘোষণা করেন।

গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সালমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট নিশানা করে একাধিক গুলির ঘটনা ঘটে। এরপর ভিকি গুপ্ত ও সাগর পাল নামে অভিযুক্ত দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। 

তবে এর বাইরেও দুই বন্দুকধারীকে অস্ত্র সরবরাহের অভিযোগে পাঞ্জাব থেকে অনুজ থাপন ও সোনু সুভাষ নামের আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তারা পুলিশি হেফাজতে ছিলেন।


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0