আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Why eat Uste in summer?

গরমে উস্তে কেন খাবেন

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৪, ০৯:৪৫ এএম

গরমে উস্তে কেন খাবেন
গরমে উস্তে কেন খাবেন

তীব্র গরমে নাজেহাল মানুষ। এই গরমে ডায়েটে নজর দেওয়া খুবই প্রয়োজন। এই সময় হালকা খাওয়া-দাওয়া খুবই জরুরি। গ্রীষ্মের তাপ থেকে রেহাই পেতে অনেকেই ডাবের পানি, বাটার মিল্ক, আখের রস এবং লেবুর শরবত খেয়ে থাকেন, যেগুলো শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। অনেকে ফল বেশি খান। তবে এই গরমে উস্তেও আপনাকে শরীর ঠান্ডা রাখতে সহায়তা করতে পারে। এছাড়াও রয়েছে অনেক পুষ্টিগুণ।

পুষ্টিগুণে ভরপুর : স্বাদে তেতো হলেও উস্তে পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এটি ভিটামিন সি, ভিটামিন এ, পটাসিয়াম, জিংক, চর্বি, ফাইবার এবং আয়রন সমৃদ্ধ একটি খাদ্য উপাদান।

শরীর হাইড্রেটেড রাখতে সহায়তা করে : উস্তের মধ্যে পানির পরিমাণ বেশি। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, গরমে এই সবজি খেলে অনেক উপকার পাওয়া যায়। এটি সারাদিন শরীরকে হাইড্রেট ও সক্রিয় রাখতে সহায়তা করে।

ওজন নিয়ন্ত্রণ করে : বিশেষজ্ঞরা বলেন, গরমে খাদ্যতালিকায় উস্তে রাখতে পারলে তা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। কারণ, এতে ক্যালরি কম এবং ফাইবার বেশি। বিশেষ করে, উস্তেতে থাকা ফাইবার অতিরিক্ত খাওয়ার ইচ্ছা কমায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : উস্তের অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্য রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে।

পরিপাকতন্ত্রের জন্য ভালো : উস্তে খুব ভালোভাবে হজমে সাহায্য করে। পেট ভার, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সাহায্য করে এই সবজি।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0