আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Relationship bitterness

দূর হোক সম্পর্কের তিক্ততা

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:৩৭ পিএম

দূর হোক সম্পর্কের তিক্ততা
...সংগৃহীত ছবি

সম্পর্ক সব সময় সরল রেখায় চলে না। আমরা যেভাবে দিন কাটানোর আশায় একটি সম্পর্কে যাই, বেশিরভাগ সময়ই খুব বেশিদিন সেই প্রত্যাশা পূরণ হয় না।

সম্পর্কের তিক্ততা দূর করে যেভাবে সুন্দর ছন্দে ফেরা যায়-  

•    প্রথমেই অসন্তোষের কারণগুলো খুঁজে দেখুন। ভাবুন সঙ্গীর কোন আচরণগুলো আপনার সবচেয়ে অসহ্য লাগছে

•    খোলামেলা কথা বলুন নিজের বক্তব্য ও চাওয়া পরিষ্কার জানান

•    সারাক্ষণ সঙ্গীর ঘাড়ে নিশ্বাস ফেলবেন না, নিজের মতো করে দিনের কিছু সময় কাটান, সঙ্গীকেও তার মতোই থাকতে দিন, যতক্ষণ আপনাদের সম্পর্কের কোনো সমস্যা না হচ্ছে 

•    কোনো কিছু হলেই একেবারে কথা বন্ধ করে দেওয়া কাজের কথা নয় 

•    রাগ বা অভিমান হলেও সঙ্গীকে এড়িয়ে যাবেন না, প্রয়োজনীয় কথা বলুন  

•    তার কথাও শুনুন মন দিয়ে

•    মতের অমিল হলেও নিজের দায়িত্ব থেকে সরে যাবেন না 

•    সংসারের সব কাজের দায়িত্ব সঙ্গীর ওপর দেবেন না। দুজনে মিলে ভাগ করে নিন কাজগুলো

•    তার দেখভাল বা কোনো প্রয়োজন যেন অপূর্ণ না থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে 

•    স্বামী-স্ত্রীর অভিমান বা সম্পর্কের তিক্ততা কমাতে পারে শারীরিক সান্নিধ্য 

•    একজন উদ্যোগী হয়ে সঙ্গীকে সুযোগ করে দিন কাছে আসার, সম্পর্কটা ঝালিয়ে নেওয়ার।  

দাম্পত্য জীবনের পুরো সময়টাই হানিমুন মুডে থাকতে পারব...এটা ভাবলে বড় ধরনের ধাক্কা খেতে হতে পারে। দুঃসময় আসতে পারে, এমন অবস্থায় সম্পর্কে তিক্ততা না বাড়িয়ে ধৈর্য ধরতে হবে।  

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0