আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

How to know he loves you

কীভাবে বুঝবেন সে আপনাকে ভালোবাসে

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:২৪ এএম

কীভাবে বুঝবেন সে আপনাকে ভালোবাসে
.....সংগৃহীত ছবি

ভালোবাসা তো অনেকভাবেই বুঝতে পারা যায়। বুঝতে পারা যায় ভালো না বাসাও। কিন্তু সব অনুমান কি সব সময় সত্যি হয়। অনেক সময় নিছক বন্ধুত্বকেই ভালোবাসা ভেবে অনেকে ভুল করে বসেন। অন্যের শুভকামনাকে হৃদয়ের আহবান মনে করে এগিয়ে যান। এমন ভুল আপনাকে বিব্রত করতে পারে, ব্যথিত করতে পারে। তবে ভালোবাসা বোঝার কিছু উপায় আছে। কিছু কাজ, যা অপর মানুষটি করলে আপনি বুঝতে পারবেন, সে আপনাকে ভালোবাসে। চলুন, জেনে নেওয়া যাক-

১. মন খুলে কথা বলা

সে যদি যেকোনো সময় যেকোনো কথা নির্দ্বিধায় আপনার সঙ্গে বলতে পারে, তবে হতে পারে তা ভালোবাসার লক্ষণ। ধৈর্য ধরে একে অপরের কথা শোনা এবং বোঝার চেষ্টা করলে তা সম্পর্ক শুরু হওয়ার পূর্ব লক্ষণ হতে পারে। এভাবে সহজ সম্পর্ক থাকলে তা ভালোবাসার দিকে এগিয়ে যেতে পারে। পরস্পরের প্রতি সহানুভূতিশীল হলে তা ভালোবাসাকে একধাপ এগিয়ে নেয়।

২. বোঝাপড়া

বোঝাপড়া সম্পর্কের বন্ধন এবং ঘনিষ্ঠতার সূচক। একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে পারলে তা হতে পারে সম্পর্কের সবুজ সংকেত। যখন কেউ একে অপরের অভিজ্ঞতা এবং প্রয়োজনে এক হয়, তখন তাতে ভালোবাসা জন্ম নিতে পারে। সঠিক বোঝাপড়া সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩. গ্রহণযোগ্যতা

সম্পর্কের ক্ষেত্রে গ্রহণযোগ্যতার অভাব বিরক্তি এবং সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতার অভাবের জন্ম দেয়। আপনি যেমন, সেভাবেই আপনাকে যদি সে গ্রহণ করে নেয়, বুঝবেন সেখানে ভালোবাসা আছে। একে অপরের শক্তি এবং দুর্বলতাগুলোকে গ্রহণ করে নিলে তা অকৃত্রিম সম্পর্ক তৈরি করে। একে অপরের ব্যক্তিত্বের প্রশংসা করার অভ্যাসও সুন্দর সম্পর্কের লক্ষণ।

৪. পারস্পরিক সমর্থন এবং শ্রদ্ধা

পারস্পরিক লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষায় একে অপরকে সমর্থন করা উচিত। সুন্দর সম্পর্কের জন্য একে অপরের ব্যক্তিগত স্থান এবং মতামতের প্রতি শ্রদ্ধা অপরিহার্য। দুজনেরই উচিত স্বচ্ছতা বজায় রাখা এবং সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা।

৫. পারস্পরিক বিশ্বাস

সম্পর্কের কাঠামোর মধ্যে বিশ্বাস ভিত্তিপ্রস্তর হিসাবে কাজ করে। এটি নিরাপত্তা এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি করে। পারস্পরিক বিশ্বাস থাকলে তা পরবর্তীতে একটি সফল সম্পর্ক হিসেবে পরিচয় পেতে পারে। যদি দেখেন আপনাদের মধ্যে বিশ্বাস রয়েছে, তবে সেখান থেকে হয়তো ভালোবাসাও আসতে পারে। অপেক্ষা করুন।

বিবিএন / ২৬ফেব্রুয়ারী / অচ 

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0