আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

The house is decorated on the ground in Baisakh

বৈশাখে মাটিতেই সাজুক ঘর

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৪, ০২:৩৮ পিএম

বৈশাখে মাটিতেই সাজুক ঘর
বৈশাখে মাটিতেই সাজুক ঘর ....সংগৃহীত ছবি

বৈশাখের তপ্ত পরিবেশকে স্বাগত জানিয়ে শুরু হলো বৈশাখ। আজ সাজপোশাক থেকে শুরু করে অন্দর পর্যন্ত থাকবে বাঙালিয়ানার ছাপ। অন্দরের সাজে অবশ্য আহামরি পরিবর্তন না করেও বাঙালিয়ানা ফুটিয়ে তোলা যায়। শুধু মাটির কারুকার্য করা তৈজসপত্র কিনে নিন। আজকাল মাটির তৈজসপত্রের চাহিদা বাড়ছে। তাই বৈশাখে কিনে নিতে পারেন মাটির তৈজসপত্র: 

নিত্যদিনের প্রয়োজনীয় অনেক তৈজসপত্র পাওয়া যাবে। মাটির জগ, কলস, মগ, থালা, মাটির পাত্র, ঢাকনা তো খুব সহজেই পাওয়া যায়।

রান্নাঘর বা অন্দরের শোভাবর্ধনের ক্ষেত্রে মাটির তৈরি শোপিস কিনে নিতে পারেন।

পয়লা বৈশাখের খাবার টেবিলে মাটির সানকি, জগ ও মগ দিয়ে খাবার পরিবেশন করতে পারেন।

মাটির বোল কিংবা হালিমের বাটি হিসেবে মালসাও জোগাড় করে নিতে পারেন।

ঘর সাজানোর জন্য কারুকার্য করা মাটির হাড়ি সহজেই নিতে পারেন।

কারুকার্য করা ফুলদানি নিয়ে নিলে সহজেই ইনডোর প্ল্যান্টকে আরও আকর্ষণীয় করে নিতে পারেন।

চকচকে আয়নার টুকরো বসানো হাড়ি, কলস কিংবা টবও কেনা যায়।

বাচ্চাদের জন্য ছোট মাটির খেলনা নেওয়া যেতে পারে। অনেক প্রাণীর আকৃতির মাটির পুতুলও নিতে পারেন।

কিন্তু কোথা থেকে কিনতে পারবেন?

ঢাকাতে অনেক জায়গায় মাটির তৈজস ও শোপিস পাওয়া যাবে। অধিকাংশ জায়গায় ফুটপাতের পাশেই বসে অনেকে অস্থায়ীভাবে। আবার কিছু জায়গায় এমনিতেই পারেন। ঢাকার শাহবাগ, শিশু একাডেমি, কলাবাগান, নিউমার্কেট, ঢাবি দোয়েল চত্বর, কাওরান বাজারে ডিয়াইটি মার্কেটের নিচতলা, ধানমন্ডি ২৭, গুলশান ২, মিরপুর ২, আগারগাঁওসহ আরও অনেক জায়গায় পাওয়া যাবে।

দাম কেমন হতে পারে?

মাটির তৈজসের দাম খুব বেশি নয়। আবার অনেক সময় কিছু তৈজসের দাম বেশই হতেই পারে।

মাটির সানকি ৪০-৫০ টাকায় পাওয়া যায়।

মগ কিনতে হলে ৫০-৮০ টাকা খরচ করতেই হবে।

হালিমের বাটি বা মালসার দাম কম। ২০-৫০ টাকার মধ্যেই পাবেন।

নকশা আঁকা রঙিন হাড়ির সাইজভেদে দাম ১০০-২০০ হয়ে থাকে।

নকশা ছাড়া হাড়ি বা কলসের দাম অবশ্য কম। ৫০-৭০ টাকা।

আয়নার টুকরো বসানো টবের দাম ২৫০-৭০০ হয়ে থাকে।

বিখ্যাত মনীষীদের প্রতিকৃতি ও টেরাকোটার ফলক সচরাচর ২০০-১০০০ টাকায় পাওয়া যায়।

মাটির ল্যাম্পশেড একটি ভালো আইটেম যার দাম ৩০০-৭০০ হয়।

এছাড়া খেলনা আইটেমের দাম বেশি না। ২০-৪০ টাকার মধ্যেই পাওয়া যায়। 


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0