আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Death of traffic inspector

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৪, ০৭:০৬ এএম

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
.....সংগৃহতি ছবি

চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরমে অসুস্থ হয়ে রুহুল আমিন নামে ট্রাফিক পুলিশের এক ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে তার মৃত্যু হয়। রুহুল আমিন সোনামসজিদ স্থলবন্দরে ট্রাফিক ইন্সপেক্টর (পরিদর্শক) হিসেবে কর্মরত ছিলেন। তিনি যশোরের বেনাপোল পৌরসভার মো. কোরবান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিন তার নিজ অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাড়িতে করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, দুপুরের দিকে কর্মরত অবস্থায় তীব্র গরমের কারণে রুহুল আমিন অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি গরমের কারণে স্ট্রোক করে মারা গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আল-আকসা মহল জানান, মৃত অবস্থায় রুহুল আমিনকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে ডেথ কনফার্ম করার জন্য ইসিজি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।



google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0