আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

The Tigers put Sri Lanka under pressure

চাপে শ্রীলঙ্কাকে রেখেছে টাইগাররা

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৪, ০৮:২৬ পিএম

চাপে শ্রীলঙ্কাকে রেখেছে টাইগাররা
চাপে শ্রীলঙ্কাকে রেখেছে টাইগাররা। সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। লক্ষ্য এখন এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করা। সেই লক্ষ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ। তবে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি টাইগারদের। 

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সৌম্যের ব্যাটে প্রতিরোধ গড়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখে টাইগাররা। শেষ দিকে হৃদয়ের ৯৬ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রানের সংগ্রহ পায় শান্তর দল। তবে শুরু থেকেই শ্রীলঙ্কাকে চাপে রেখেছেন শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত  ১৪.৪ ওভার ৩ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪ রান।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে আসেন লিটন কুমার দাস ও সৌম্য সরকার। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ইনিংসের তৃতীয় বলেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লিটন। এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট হাতে আসেন আগের ম্যাচে শতক করা টাইগার অধিনায়ক শান্ত।

নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সৌম্য। ৭৫ রানের জুটি গড়েন শান্ত-সৌম্য। তবে ৩৯ বলে ৪০ রান করে আউট হন টাইগার অধিনায়ক। বিদায়ের পর উইকেটে আসেন তাওহিদ হৃদয়। 

তৃতীয় উইকেটে হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সৌম্য। ৫২ বলে নিজের অর্ধশত পূরণ করেন এই টাইগার ওপেনার।  মাইলফলক ছুঁতে সৌম্য খেলেছেন ৬৪ ইনিংস।

সৌম্যের বিদায়ের পর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। রানের খাতা খোলার আগেই ফিরে যান তিনি। দ্রুত জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে পঞ্চম উইকেটে ব্যাট হাতে মুশফিকুর রহিম ও হৃদয় জুটি গড়ে এগোতে থাকে। দলীয় ১৭৩ রানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক। সাজঘরে যাবার আগে ২৮ বলে ২৫ করেন তিনি। তবে উইকেটে এসে নিজেকে মেলে ধরতে পারেননি টাইগার এই অলরাউন্ডার। দলীয় ১৮৯ রানে সাজঘরে ফেরেন ১২ রান করে।

শেষ দিকে বাংলাদেশের যাওয়া আসা মিছিলে ব্যাট হাতে লড়াই চালিয়ে যান তাওহিদ হদয়। তার ৯৬ রানের ইনিংসে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রানের সংগ্রহ পায় টাইগাররা। 

শ্রীলঙ্কার হয়ে বল হাতে ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন সর্বোচ্চ চার উইকেট।  

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0