আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

The ferry sinks

পাটুরিয়ায় রজনীগন্ধা নামে ফেরি ডুবি, নিখোঁজ ১

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৪, ১০:৫৭ এএম

পাটুরিয়ায় রজনীগন্ধা নামে ফেরি ডুবি, নিখোঁজ ১

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবির ঘটনা ঘটেছে। জানা গেছে, নদীতে নোঙর করা অবস্থায় ফেরিটি ডুবে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিখোঁজ আছেন বলে জানিয়েছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা বন্দরের মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ। 

খালেদ নেওয়াজ  জানান, নিখোঁজ ব্যক্তির নাম হুমায়ুন আহমেদ। যিনি সেকেন্ড মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। 

জানা গেছে, ফেরিটি মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাট থেকে নয়টি ট্রাকসহ পাটুরিয়া ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে। নদীতে ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙর করে ফেরিটি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা আজ সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়।

তবে এর মাঝে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যাওয়ার খবর বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে আসলেও প্রত্যক্ষদর্শী নাজমুল জানান এমন কোন কিছু ঘটার খবর পাওয়া যায়নি। 

এরই মাঝে উদ্ধার অভিযান শুরু করেছে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও সাথে কাজ শুরু করেছেন স্থানীয়রাও।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0