রবিবার, মার্চ ১৬, ২০২৫
Logo
Bhairab in a special police operation

ভৈরবে দেশীয় অস্ত্র সহ ডাকাত, ছিনতাইকারী,মাদক কারবারিসহ ৬ জন গ্রেফতার

Bijoy Bangla

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশের সময়: ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:২৫এএম

ভৈরবে দেশীয় অস্ত্র সহ  ডাকাত, ছিনতাইকারী,মাদক কারবারিসহ ৬ জন গ্রেফতার
ভৈরবে দেশীয় অস্ত্র সহ ডাকাত, ছিনতাইকারী,মাদক কারবারিসহ ৬ জন গ্রেফতার

ভৈরবে  পুলিশের বিশেষ অভিযানে  ৪ ডাকাত,১ ছিনতাইকারী ও ১ মাদক কারবারি সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়  ডাকাতির  কাজে ব্যবহৃত  রামদা,কুড়ালসহ দেশীয়  অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ  জানায়, রাতে শহরের পঞ্চবটি এলাকায়  স  ডাকাতির প্রস্তুতি কালে রামদা,চাইনিজ কুড়াল সহ তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলো লিটন ওরফে মোহাম্মদ  আলী, মোঃ সোহেল, আবুল কালাম ও মোঃ জীবন। এছাড়া  ১১ মামলার  আসামি  চিহ্নিত  মাদক কারবারি ক্যাপ্টেন আশিককে ৩শ পিচ ইয়াবাসহ  একই এলাকা থেকে  গ্রেফতার করা হয়েছে । এছাড়া চিহ্নিত  ছিনতাইকারী মোঃ আরিফ  মিয়া কে জগন্নাথ পুর  লক্ষীপুর থেকে  নগদ ৫ হাজার ১ শ টাকা সহ গ্রেফতার করা হয় । গ্রেফতার কৃতদের বিরুদ্ধে  পুলিশ  বাদী  হয়ে  পৃথক ৩ টি মামলা দায়ের করেছে । 

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়েছে ।