আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Award distribution

গুরুদাসপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Bijoy Bangla

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:০৩ পিএম

গুরুদাসপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গুরুদাসপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক ‘শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা-২০২৪ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার খুবজীপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহ আয়োজনে খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বিষয় ভিত্তিক কুইজ এবং নৃত্য ও সংগীত প্রতিযোগিতায় ইউনিয়নের ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় তাদের প্রতিযোগিতা দেখতে স্কুল মাঠে ভিড় করেছে অভিভাবকসহ স্থানীয়রা।

প্রভাষক আসলাম উদ্দিনের সভাপতিত্বে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, ৩নং খুবজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন। এসময় উপস্থিত ছিলেন খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা রানী, বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান মিজান, পিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু সাইদ, বামনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনজাম হোসেন, যোগেন্দ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হালিম। অন্যান্যদের মধ্যে দৈনিক নয়া শতাব্দীর গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি এস,এম ইসাহক আলী রাজু, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, সুধিজন, সাংবাদিকসহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খুবজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

কট/বি

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0