আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Selection committee meeting with Hathuru

হাথুরুর সঙ্গে নির্বাচক কমিটির বৈঠক

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৪, ১২:১৮ এএম

হাথুরুর সঙ্গে নির্বাচক কমিটির বৈঠক
হাথুরুর সঙ্গে নির্বাচক কমিটির বৈঠক....সংগৃহীত ছবি

গেল দিন দশেক আগে গুঞ্জন ছড়িয়েছিল প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। যে কারণে আর ফিরতে চাননা বাংলাদেশে। তবে কয়েকঘন্টার ব্যবধানে খবরটি যে ভুয়া সেটা নিশ্চিত হওয়া গিয়েছিল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল রাতে বাংলাদেশে পা রেখেছেন টাইগারদের প্রধান কোচ হাথুরু। 

দেশে ফিরেই ব্যস্ততা শুরু হচ্ছে হাথুরুর। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। যদিও সেই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেননি বিসিবির নির্বাচকরা। এদিকে দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের দল ঘোষণার আইসিসির দেওয়া শেষ সময় ১মে। 

সবমিলিয়ে বিশ্বকাপ এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ সোমবার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বসতে যাচ্ছেন বিসিবির তিন নির্বাচক। বিসিবির নির্ভারযোগ্য একটি সূত্র ঢাকাপোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সূত্র জানিয়েছে যে বিকেলে মিরপুরের বাইরে কোথাও অনুষ্ঠিত হবে এই মিটিং।

নিশ্চিত করেই বলা যায় বিশ্বকাপের দল নির্বাচনের জন্যই এমন আলোচনায় বসছেন কোচ-নির্বাচকরা। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল দুই একদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে জানা গেছে। 

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0