শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
Logo
Clash between women in Gulshan

গুলশানে নারীর মধ্যে হাতাহাতি, গ্রেপ্তার ৩

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ১৭ এপ্রিল, ২০২৪, ০৭:২৬এএম

গুলশানে নারীর মধ্যে হাতাহাতি, গ্রেপ্তার ৩
গুলশানে বারের সামনে নারীর মধ্যে হাতাহাতি, গ্রেপ্তার ৩...সংগৃহীত ছবি

রাজধানীর গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত তিন নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সম্প্রতি গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরবর্তীতে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেপ্তার করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ১৪ এপ্রিল রাতে বেশ কয়েকজন নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে। এ সময় চিৎকার-চেচামেচিও করছিলেন তারা। কয়েকজন তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।