আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, মে ২০, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Alamgir

শিম চাষে আলমগীর, দেড় লাখ টাকা লাভের আশা

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৩, ০১:২০ পিএম

যশোরের ঝিকরগাছার কৃষক আলমগীর হোসেন আগাম শিম চাষ করে সফলতা পেয়েছেন। এই জেলার মাটি আগাম সবজি চাষের জন্য উপযোগী হওয়ায় দ্বিগুণ ফলন হচ্ছে। এত করে আগাম শিম চাষে আশার আলো দেখছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, কৃষকদের জমিতে শিম গাছের ফুল ও ফলে ভরে গেছে। কৃষকরা গত মে মাসে জমিতে শিমের বীজ রোপন করেন। প্রায় ৬০ দিন পর গাছ থেকে শিম উত্তোলন করা যায়। চারা রোপণ, সেচ দেওয়া, সার প্রয়োগ, নিড়ানি, কীটনাশক ও মাচা তৈরিসহ ৭৫ দিনে মোট ৮ হাজার টাকা খরচ হয়।

কৃষক আলমগীর হোসেন বলেন, আমি ১২ শতক জমিতে শিম চাষ করেছি। প্রতি সপ্তাহে জমি থেকে ২ মণ করে শিম তুলতে পারছি। বাজারে শিমের ভালো দাম পাচ্ছি। সকল খরচ বাদ দিয়ে প্রায় দেড় লাখ টাকা আয় করতে পারবো।

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, শিম শীতকালীন সবজি হলেও আমাদের দেশে আগাম শিমের চাষ করা হয়। বর্তমানে আগাম শিম চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। বাজারে আগাম শিমের দামও ভালো। তাই কৃষকরা দিন দিন এই আগাম জাতের শিম চাষে আগ্রহী হচ্ছেন। আমরা কৃষকদের সব ধরনের সহযোগীতা করছি।


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0