আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, মে ১১, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

School welcome and farewell ceremony

নিয়ামতপুর আইডিয়াল স্কুলে বরণ ও বিদায় অনুষ্ঠান

Bijoy Bangla

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:০৮ এএম

নিয়ামতপুর আইডিয়াল স্কুলে বরণ ও বিদায় অনুষ্ঠান
নিয়ামতপুর আইডিয়াল স্কুলে বরণ ও বিদায় অনুষ্ঠান

নওগাঁর নিয়ামতপুরে আজ শনিবার বেলা ১১টায় নিয়ামতপুর আইডিয়াল স্কুলের হলরুমে উপজেলা সদরের সুনামধন্য নিয়ামতপুর আইডিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি নবীনদের বরন ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি প্রকৌশলী মমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান।

সহকারী শিক্ষক এম আল মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর আইডিয়াল স্কুলের পরিচালক সাদেকুল ইসলাম রাজু। এসময় আরও উপস্থিত ছিলেন ভীমপুর সপ্রাবির প্রধান শিক্ষক নার্গিস পারভীন রিমি , আইডিয়াল স্কুলের সহ-প্রধান শিক্ষক হুমায়ন কবীর সহ প্রধানসহ স্কুল কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তি প্রমুখ।

নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দেশকে সোনার বাংলা গড়ার কারিগর তোমরাই। তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের সেবা করতে হবে।

উল্লেখ্য, এবারে নিয়ামতপুর আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগ ৭২ জন মানবিক বিভাগে ১৭ জন মোট ৮৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান শেষে দোয়ার আগে এসএসসি পরীক্ষার্থী সকল ছাত্র ছাত্রী প্রধান অতিথির হাত থেকে সম্মাননা স্বারক গ্রহণ করে।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0