শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
Logo
Building fire in Nawabpur

নবাবপুরে ভবনে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ২৮ জানুয়ারি, ২০২৪, ০৯:১৭পিএম

নবাবপুরে ভবনে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
নবাবপুরে ভবনে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে নবাবপুর রোডের একটি ভবনে লাগা আগুন আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে নবাবপুর রোডের চার তলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১টা ৫৫ মিনিটে। আগুন লাগা ভবনটিতে আল আরাফা ইসলামী ব্যাংকের একটি শাখা অফিস রয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নবাবপুর রোডের চার তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে রাত ১২টা ৫০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১টা ৫৫ মিনিটে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট কাজ করেছে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।