আর্কাইভ কনভাটার ঢাকা, শুক্রবার, মে ১০, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Cox's Bazar

কক্সবাজারে অবৈধ রেন্ট বাইক ও কার সার্ভিস গুলোতে অভিযান

Bijoy Bangla

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:৪৪ পিএম

কক্সবাজারে অবৈধ রেন্ট বাইক ও কার সার্ভিস গুলোতে অভিযান
কক্সবাজারে অবৈধ রেন্ট বাইক ও কার সার্ভিস গুলোতে অভিযান

কক্সবাজার কলাতলি মোড় থেকে মেরিন ড্রাইভ রোড পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা রেন্ট বাইক ও কার সার্ভিস গুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। 

সোমবার ৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানার উপস্থিতিতে পরিচালিত অভিযানে বিআরটিএ এর সহকারি পরিচালক ও ইন্সপেক্টর প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন৷ 

অভিযানের খবর পেয়ে প্রায় সকল বাইক সার্ভিস প্রোভাইডাররা বন্ধ করে পালিয়ে যায়।  এসময় দুটি কার 'জাকির রেন্ট এ বাইক ও রাউন্ডিং ট্রিপ রেন্ট' এ বাইককে ১০ হাজার টাকা করে জরিমানা, তিনটি বাইক জব্দ করা হয়, দুইটি দোকান সিলগালা করা হয়। দুইজনকে বিভিন্ন মেয়াদে অর্থদন্ড দেয়া হয়।

বিজয়বাংলা নিউজকে খবরের সত্যতা নিশ্চিত করেন বিআরটি কক্সবাজার সার্কেলের সহকারি পরিচালক উথোয়াইনু চৌধুরি ও ইন্সপেক্টর মুহাম্মদ মামুন অর রশিদ।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0