আর্কাইভ কনভাটার ঢাকা, শুক্রবার, মে ১০, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

International Mother Language Day

বদলগাছীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Bijoy Bangla

সৈকত সোবাহান, বদলগাছী, নওগাঁ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:২৯ এএম

বদলগাছীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বদলগাছীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নওগঁার বদলগাছীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । 

এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে বদলগাছী উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ৪৮,নওগঁা-৩ (বদলগাছী-মহাদেবপুর) এর সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন।  

তঁার পর পুস্পস্তবক অর্পন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল আলম খঁান, উপজেলা প্রশাসনের নিবার্হী অফিসার তৃপ্তি কণা মন্ডল, সহকারি কমিশনার (ভুমি) আতিয়া খাতুন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দীন এফ.এফ,উপজেলা যুবলীগ, যুব মহিলালীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, বদলগাছী পল্লী বিদুৎ অফিস, মহিলা ডিগ্রী কলেজ ও বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 এরপরই বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুস্পমাল্য ও পুস্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করেন ।

 আর এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি ্থ বাজানো হয় । শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে কিছুক্ষণ নীরবে দঁাড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় । 

পরে বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের  সভাপতিত্বে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শামছুল আলম খঁান, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আবু খালেদ বুলু, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান, বদলগাছী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বাবলু দেওয়ান, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম সাকলাইন সুবেল প্রমূখ।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0