আর্কাইভ কনভাটার ঢাকা, মঙ্গলবার, মে ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Formation of Conferences and Committees

গোমস্তাপুরে আদিবাসী সম্মেলন অনুষ্ঠিত

Bijoy Bangla

শাহারিয়া শাহাদাৎ, গোমস্তাপুর

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৪, ০৮:৩৮ পিএম

গোমস্তাপুরে  আদিবাসী সম্মেলন অনুষ্ঠিত
আদিবাসী পরিষদের গোমস্তাপুর উপজেলা সম্মেলন ও কমিটি গঠন

সকল আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ ৯ দফা দাবি বাস্তবায়নে সংগ্রাম গড়ে তুলি এই প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা আদিবাসী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রাধানগর ইউনিয়নের শ্রীকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজন করেন। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় আদিবাসী পরিষদের আহ্বায়ক বীরেন বেসরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হোসেন, শ্রীকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক এনামুল হক, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান, রাজশাহী বিভাগীয় জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল রাজিয়ার। জেলা জাতীয় আদিবাসী পরিষদের যুগ্ন আহবায়ক বাবুলাল টপ্পো অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সম্মেলন শেষে উপজেলা জাতীয় আদিবাসী কমিটির শেফালী কেয়া সভাপতি ও অনুকূল বর্মনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0