কক্সবাজারের মহেশখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কাপড়ের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। এ সময় ব্যবসায়িরা যাতে ন্যায্যমূল্যে কাপড় বিক্রি করে সেমর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ৪ এপ্রিল পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন এর নেতৃত্বে ঈদ বাজার মনিটরিং কার্যক্রমকালে উক্ত নির্দেশনা প্রদান করা হয়।
বিজয়বাংলা নিউজকে এসিল্যান্ড পবিত্র মাহে রমজানে সকলকে পবিত্র রক্ষা এবং সংযত হওয়ার আহবান জানিয়ে বাজার মনিটরিং এবং ভেজাল প্রতিরোধে অভিযান চলমান থাকবে জানান।