আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, মে ১১, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Good start to the agricultural technology fair

৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্ধোধন করলেন

Bijoy Bangla

প্রতিনিধি বদলগাছী (নওগাঁ)

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৪, ০৬:০৩ এএম

৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্ধোধন করলেন
৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্ধোধন করলেন এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্তী।

নওগাঁর বদলগাছীতে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্ধোধন করা হয়েছে।  মঙ্গলবার সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অথিতি ৪৮,নওগঁা-৩,(মহাদেবপুর-বদলগাছী) র’ মাননীয় সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্ত্য রাখেন, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম দেওয়ান বাবলু, বালুভরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সুকমল কর্মকার প্রমূখ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান। প্রধান অতিথি প্রযুক্তি মেলার উদ্ধোধন শেষে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় পাট ফসল আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ৫৫০ জন পাট চাষীকে ১ কেজি পাট বীজ, ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ/২০২৪-২৫ মৌমুমে গ্রীস্মকালীন (৩য় পর্যায়ে) ১৮০ জন চাষিকে  ১ কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার ও উফশী আউশ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে ৪২৪০ জন কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি ধান বীজ, রাসায়নীক সার ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।

পরে প্রধান অতিথি কৃষি প্রযুক্তি মেলায় অধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কম খরচে ফসল উৎপাদন বৃদ্ধি প্রযুক্তির ১৪ টি স্টল পরিদর্শন করেন।



google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0