শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
Logo
Tourist dies of heart attack

কক্সবাজার সৈকতে হার্ট অ্যাটাকে পর্যটকের মৃত্যু

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ২৭ এপ্রিল, ২০২৪, ০৫:০৬এএম

কক্সবাজার সৈকতে হার্ট অ্যাটাকে পর্যটকের মৃত্যু
কক্সবাজার সৈকতে হার্ট অ্যাটাকে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেলেন মতিউর রহমান নামে এক পর্যটক। শনিবার সকাল সাড়ে ৯টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

মৃত মতিউর রহমানের বাড়ি কুমিল্লা জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন সৈকতের লাইফগার্ড কর্মী মোহাম্মদ ওসমান।

তিনি জানান, ‘মতিউর রহমান সকালে সমুদ্র সৈকতে নামেন। তিনি ফোনে কথা বলার একপর্যায়ে হঠাৎ সৈকতের বালুতে পড়ে যান। তখন দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা দেখতে পেয়ে ছুটে যান।

পরে বীচ কর্মীদের সহযোগিতায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পর্যটক মতিউর রহমানকে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: আশিকুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, মতিউর রহমান হার্ট অ্যাটাকে মারা গেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।’