আর্কাইভ কনভাটার ঢাকা, বৃহস্পতিবার, জুন ৬, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Actress Nusrat Faria

নুসরাত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:৪৩ পিএম

নুসরাত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে
নুসরাত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি জানিয়েছেন অভিনেত্রীর মা ফেরদৌসি পারভীন।  

 তিনি বলেন, কয়েকদিন ধরেই একটু অসুস্থ বোধ করছিল ফারিয়া।  মনে হয় গ্যাস্ট্রিকজনিত কোনো সমস্যা হচ্ছিল। কোনোকিছু খেতে চাচ্ছিল না আর খুব মাথা ব্যথা করছিল। গতকাল বিকেল থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অনেকক্ষণ সেন্সলেস ছিল। এরপর মাথায়, চোখে-মুখে পানি দেওয়ার পর সেন্স ফিরে। সেন্স ফেরার পরপর রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালে নিয়ে আসি। এখন কিছুটা ভালো আছে। কথা বলছে।  

জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েন ফারিয়া। এরপর চিকিৎসক তাকে ইনজেকশন ও স্যালাইন দিলে কিছুটা সুস্থ বোধ করেন।  

অভিনেত্রীর মা আরও বলেন, চিকিৎসকরা আজ সকালে ফারিয়ার রক্ত পরীক্ষা করার কথা বলেন। সেটা করার পর জানা যাবে কেন হঠাৎ এমন হলো


অচ / বি 




google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0