আর্কাইভ কনভাটার ঢাকা, মঙ্গলবার, জুন ২১০, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

President Md. Sahabuddin

ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ১৬ জুন, ২০২৪, ০২:১২ পিএম

ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতিরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জাতীয় ঈদগাহে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, সোমবার (জুন ১৭) সকাল সাড়ে ৭টায় রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে (রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে) ঈদের প্রধান জামাতে যোগ দেবেন।

রাষ্ট্রপতি ঈদগাহে পৌঁছালে দেশের প্রধান বিচারপতি,  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রসহ সংশ্লিষ্টরা তাকে অভ্যর্থনা জানাবেন।

মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, সংসদ সদস্যরা, সিনিয়র রাজনৈতিক নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা সেখানে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।

নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে মুসুল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপতির কর্মসূচি সূচি অনুযায়ী, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে রাষ্ট্রপ্রধান সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করতে পারেন বলে জানা গেছে।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0