আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, জুলাই ৮, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Plastic factory fire control

প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ১৮ জুন, ২০২৪, ০৫:০৫ পিএম

প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
যশোরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণ হয়েছে।....সংগৃহীত ছবি

সদর ‍উপজেলার বাহাদুরপুর মেহগনিতলার প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণ হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে ওই কারখানায় আগুন লাগে।

স্থানীয়রা জানান, বিভিন্ন এলাকা থেকে প্লাস্টিক ভাঙারির জিনিসপত্র সংগ্রহ করে ওই গুদামে রাখা হতো। মঙ্গলবার হঠাৎ করেই গুদামে আগুন ধরে যায়।

প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। দ্রুত চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

যশোর ফায়ার সার্ভিস ডিফেন্সের সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ১১টা ৪ মিনিটে আমারা আগুনের সংবাদ পাই। এরপর যশোর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও যশোর সেনানিবাসের দুটি ইউনিটের সাহায্যে আমরা দুপুর ১২টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনি।

প্লাস্টিকের জিনিসপত্রে আগুন লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে কারখানায় আগুন লেগেছে বলে ধারণা তার। আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাননি সোহেল রানা।


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0