আর্কাইভ কনভাটার ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

419 people returned home on the first flight

প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ জন হজযাত্রী

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ২১ জুন, ২০২৪, ০২:৪৫ পিএম

প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ জন হজযাত্রী
হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৯ জন হজযাত্রী।

হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৯ জন হজযাত্রী। আজ সকাল ৫টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩২ ফ্লাইটটি। এই ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পোস্ট ফ্লাইট অপারেশন্স শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগত হজযাত্রীদের বিমানের বোর্ডিং গেইটে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। প্রত্যেক হজযাত্রীকে বিমানের জমজমের পানি বিতরণ বুথ থেকে জমজমের পানি বিতরণ করা হয়। জমজমের পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো.জাহিদুল ইসলাম ভূঐা (অতিরিক্ত সচিব)। আগত হজ যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্বিক সেবায় সন্তোষ প্রকাশ করেন।


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0