শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
fire in train

আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ডা. কৌশিক

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ০৫ জানুয়ারি, ২০২৪, ০১:১৯পিএম

আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ডা. কৌশিক
বার্ন ইনস্টিটিউট ---- সংগৃহীত।

রাজধানীর গোপীবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেন। এ ঘটনায় আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন বিএসএমএমইউ এর মেডিকেল অফিসার ডা. কৌশিক বিশ্বাস (৩২)। তার বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। ট্রেনে ঢাকায় ফিরছিলেন।

অমিত দেবনাথ (২৭) নামে আহত একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এ নিয়ে মোট ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।

সৈয়দ ফায়েজ আহমেদ নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, আগুন ট্রেনের কয়েকটি বগিতে ছড়িয়ে পড়েছিল। ঘটনার পরপরই এলাকাবাসী যে যার মতো করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।