আর্কাইভ কনভাটার ঢাকা, বুধবার, জুলাই ৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Courtesy call with the Prime Minister

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন শর্মিলা ঠাকুর

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২৪, ১১:৫৩ পিএম

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন শর্মিলা ঠাকুর
প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন শর্মিলা ঠাকুর। ছবি: ফোকাস বাংলা নিউজ

বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নেতৃত্বে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শিল্পীদের একটি প্রতিনিধি দল আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শর্মিলা ঠাকুর ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে গত ১৯ জানুয়ারি ঢাকায় আসেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর, চলচ্চিত্র অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং চলচ্চিত্র পরিচালক সোহিনী ঘোষ।

বৈঠককালে তাঁরা চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন শর্মিলা ঠাকুর। ছবি: ফোকাস বাংলা নিউজ

শাহরিয়ার আলম এমপি ও রেনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জাবাল এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার সাংবাদিকদের এ বৈঠকের তথ্য জানান।

২০ থেকে ২৮ জানুয়ারী রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত চলচ্চিত্র উৎসবে রাজধানী জুড়ে বিশিষ্ট স্থানগুলিতে এক গুচ্ছ আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0