রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২৫
Logo
Amin Sarkar

ত্রিশালের মেয়র হলেন আমিন সরকার

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ০৯ মার্চ, ২০২৪, ০৮:৪৩এএম

ত্রিশালের মেয়র হলেন আমিন সরকার
ত্রিশাল পৌরসভার উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন নারিকেল গাছ প্রতীকের প্রার্থী আমিন সরকার।

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন নারিকেল গাছ প্রতীকের প্রার্থী আমিন সরকার।

নারিকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ২৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমা আক্তার জগ প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৩৪৫ ভোট।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৯ মার্চ) সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে অংশ নিতে মেয়রের পদ থেকে অব্যাহতি নেন এবিএম আনিছুজ্জামান। পরে তিনি এমপি নির্বাচিত হন। যে কারণে ওই পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।