আর্কাইভ কনভাটার ঢাকা, রবিবার, জুলাই ৭, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Eid-ul-Fitr is a 6-day holiday!

পবিত্র ঈদুল ফিতরে এবার টানা ৬ দিনের ছুটি!

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৪, ০৪:১৪ পিএম

পবিত্র ঈদুল ফিতরে এবার টানা ৬ দিনের ছুটি!
পবিত্র ঈদুল ফিতরে এবার টানা ৬ দিনের ছুটি! সংগৃহীত ছবি

গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। টানা এক মাস রোজা রাখার পর আসতে চলেছে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আর আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে খুশির খবর পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।

এবার রমজান মাস যদি ২৯ দিনের হয় তবে একসঙ্গে টানা ৬ দিনের ছুটি পাবে সরকারি চাকরিজীবীরা। আর রমজান মাস ৩০ দিনের হলে মিলবে টানা ৫ দিনের ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। ঈদের আগের দিন ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার।

সেই হিসেবে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি, শুক্র) ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা ৫ দিন ছুটি থাকবে।

রমজান মাস ২৯ দিনের হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হবে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে। সেটা হলে সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিন ছুটি ভোগ করতে পারবেন।

গত ১১ মার্চ (সোমবার) বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। ১২ মার্চ থেকে রোজা শুরু হয়। 

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0