বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Logo
Vice Chairman Rashid Mia

কক্সবাজার সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হচ্ছেন রশিদ মিয়া

Bijoy Bangla

* আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

প্রকাশের সময়: ১৭ এপ্রিল, ২০২৪, ০৫:০৫এএম

কক্সবাজার সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হচ্ছেন রশিদ মিয়া
রশিদ মিয়া

কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। 

গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শুধুমাত্র একটি মনোনয়নপত্র দাখিল করেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া। বুধবার ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাইকালে তাঁর মনোনয়নপত্র বৈধ হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। তিনি ঝিলংজা ইউনিয়নের হাজীপাড়ার মরহুম নবাব মিয়ার সন্তান। 

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ১৮-২০ এপ্রিল রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল, ২২ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ৮ মে বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে জেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। কক্সবাজার সদর উপজেলায় মোট ভোটার ২২২৯৯৬ জন। তারমধ্যে ১১৯২৯৪ জন পুরুষ ভোটার এবং ১০৩৭০২ জন মহিলা ভোটার।