আর্কাইভ কনভাটার ঢাকা, বুধবার, জুলাই ৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Myanmar has 13 BGP members

পালিয়ে মিয়ানমার বিজিপির আরও ১৩ সদস্য বাংলাদেশে

Bijoy Bangla

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৪, ০৫:৪২ পিএম

পালিয়ে মিয়ানমার বিজিপির আরও ১৩ সদস্য বাংলাদেশে
মিয়ানমার (বিজিপি) আরও ১৩ সদস্য পালিয়ে বাংলাদেশ আশ্রয় নিয়েছেন।

মিয়ানমারে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১৩ সদস্য পালিয়ে বাংলাদেশ আশ্রয় নিয়েছেন।

শুক্রবার ১৯ এপ্রিল ভোরে নাফ নদীতে বিজিপির ১৩ সদস্য বাংলাদেশ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে। পরবর্তীতে কোস্টগার্ড বিজিপি সদস্যদের বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের হাতে হস্তান্তর করে। বর্তমানে যেখানে ২৭৪ জন বিজিবি সদস্য বাংলাদেশে অবস্থান করছেন।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনে থাকা ২৭৪ জনের মধ্যে বিজিপি সদস্য ছাড়াও সেনা সদস্য রয়েছেন।



google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0