আর্কাইভ কনভাটার ঢাকা, রবিবার, জুলাই ৭, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

logo

সাড়ে চার কোটি টাকার ব্রিজের সেন্টারিং স্রোতে ভেঙে গেছে

4 crore bridge


অনলাইন ডেস্ক : প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ০৯:৫২ এএম

সাড়ে চার কোটি টাকার ব্রিজের সেন্টারিং স্রোতে ভেঙে গেছে
গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালের ব্রিজের সেন্টারিং স্রোতে ভেঙে গেছে।

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে আমতলী গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালের ব্রিজের সেন্টারিং স্রোতে ভেঙে গেছে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করায় এ অবস্থা হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসাী।

ঠিকাদার দীপু মিয়া ব্রিজে নির্মাণে নিম্নমানের সামগ্রী দেওয়ার কথা অস্বীকার করে বলেন, কাজ করতে গেলে সমস্যা হতেই পারে। স্রোতে  সেন্টারিং ভেঙে গেছে। এতে আমারই লোকসান হবে।

আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে  (০১৭৫৬৫৮৫২৯৫) এ বিষয়ে জানতে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

বরগুনা নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, দুই এক দিনের মধ্যেই আমি ব্রিজ এলাকা পরিদর্শন করব। তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0