আর্কাইভ কনভাটার ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

logo
টিসিবি

ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু আজ

Daily sales activities


অনলাইন ডেস্ক : প্রকাশিত:  ০৪ জুলাই, ২০২৪, ০৯:৩২ এএম

ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু আজ
(টিসিবি) ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম আজ রবিবার শুরু হচ্ছে।

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম আজ রবিবার শুরু হচ্ছে। রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় শেখ ফজলুল হক মনি খেলার মাঠে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ কার্যক্রমের উদ্বোধন করবেন। চলতি মাসে সারা দেশে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে এসব পণ্য বিক্রি করা হবে। (টিসিবি) ভর্তুকি মূল্যে করবেন। চলতি মাসে সারা দেশে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে এসব পণ্য বিক্রি করা হবে। (টিসিবি) ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম আজ রবিবার শুরু হচ্ছে। রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় শেখ ফজলুল হক মনি খেলার মাঠে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ কার্যক্রমের উদ্বোধন করবেন। চলতি মাসে সারা দেশে ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে এসব পণ্য বিক্রি করা হবে। 

গতকাল শনিবার টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশব্যাপী এ পণ্য বিক্রি কার্যক্রমে একজন কার্ডধারী সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। 

এবার প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি। এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করবে।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0