আর্কাইভ কনভাটার ঢাকা, মঙ্গলবার, মে ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

logo

মা মেরীর আশির্বাদ॥ মুক্তিযুদ্ধের অলৌকিক ঘটনা

The miracle of the liberation war


ওয়ালিউর রহমান বাবু প্রকাশিত:  ২০ মে, ২০২৪, ০২:৪০ পিএম

মা মেরীর আশির্বাদ॥ মুক্তিযুদ্ধের অলৌকিক ঘটনা
মা মেরীর আশিরবাদ॥ মুক্তিযুদ্ধের অলৌকিক ঘটনা

রাজশাহী জেলা সদর থেকে পশ্চিমে দামকুরা থেকে কয়েক কিলোমিটার পশ্চিমে গোদাগাড়ী থানার নববটতলা গ্রাম। মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানী সৈন্য ও দোসরদের অবস্থা খারাপ হয়ে যেতে থাকলে পাকিস্তানী সৈন্য ও দোসররা এই গ্রামে থাকা মুক্তিযোদ্ধা, আদিবাসী, আশ্রিত পরিবার ও বেশ কিছু গ্রামবাসীদের ধরে নিয়ে যায়। তাদের ধরে নিয়ে গেলে এই গ্রামের খ্রিষ্টান সম্প্রদায় তখনই মা মেরীর গীর্জায় তাদের প্রাণ ভিক্কা চেয়ে প্রার্থনা করতে থাকেন। হঠাৎ করে বিকট শব্দে পাকিস্তানী সৈন্য ও দোসররা ধরে নিয়ে যাওয়া সকলকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল। ধরে নিয়ে যাওয়া মানুষেরা রক্ষা পেয়ে ফিরে আসে।


গ্রামবাসীরা বলেন মা মেরীর আশির্বাদেই ধরে নিয়ে যাওয়া সকলের প্রাণ রক্ষা পায়। মা মেরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতি বছর ১৬ জানুয়ারী এই গ্রামের খ্রিষ্টান সম্প্রদায় মা মেরীর গীর্জায় প্রার্থনা সভার আয়োজন করে। গ্রামে অনুষ্ঠিত হয় দিন ব্যাপী দেশীয় ঐতিহ্যের মেলা। ঘরে ঘরে উৎসব, কুশলাদি বিনিময়ের মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই সার্বজনিন উৎসব পালন করে থাকেন। এই গ্রামের সকলের কাছে মা মেরীর আশিরবাদই সেদিন ধরে নিয়ে যাওয়া ব্যাক্তিরা রক্ষা পান। এটি তাদের কাছে মুক্তিযুদ্ধের একটি অলৌকিক ঘটনা।  

লেখকঃ মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক।



google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0