আর্কাইভ কনভাটার ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

logo

আগামী ৪ দিনের মধ্যে চালের দাম কমানোর নির্দেশ

Order to reduce the price of rice


অনলাইন ডেস্ক প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৭:২৪ পিএম

আগামী ৪ দিনের মধ্যে চালের দাম কমানোর নির্দেশ
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

আগামী চারদিনের মধ্যে ধান-চালের দাম আগের যায়গায় ফিরিয়ে আনার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।


বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে ধান-চালের বাজারমূল্যের উধর্বগতি রোধকল্পে খাদ্য অধিদপ্তরে এক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।


চাল সরবরাহে কোনো ঘাটতি নেই জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, নতুন মজুত আইন হয়েছে। জোরপূর্বক প্রয়োগ করতে চাই না। ব্যবসায়ীরা সরকারের  প্রতিপক্ষ না। সাত দিন পর পর প্রত্যেকের মজুত ও কেনার তথ্য জানাতে হবে। সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।


মন্ত্রী বলেন, নির্বাচনে আগের দিন থেকে যেভাবে চালের দাম বেড়েছে। একই পরিস্থিতির মধ্য দিয়ে চালের দাম কমাতে হবে। এর ব্যাতিক্রম হলে ফুড গ্রেইনের লাইসেন্স চেক করা হবে। 


দুই সপ্তাহের ব্যবধানে মান ও ধরনভেদে চালের দাম কেজিতে ২ থেকে ৬ টাকা বেড়েছে। মোকামগুলোয় চালের দাম বাড়ার পর রাজধানী ঢাকাসহ সারা দেশেই এখন চালের দাম বাড়তি। এ দফায় মোটা, মাঝারি ও সরু-সব ধরনের চালের দামই বেড়েছে।


চাল ব্যবসায়ী ও চালকলের মালিকরা বলছেন, মিল মালিকদের এবার কৃষকের কাছ থেকে বাড়তি দামে ধান কিনতে হয়েছে। এতে তারা নতুন করে কিছুটা দাম বাড়িয়ে বাজারে চাল ছাড়ছেন।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0