শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Logo
logo

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ইয়োগা প্রশিক্ষণ কর্মশালা

Yoga training workshop


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৫, ০৫:৪৬ এএম

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ইয়োগা প্রশিক্ষণ কর্মশালা
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ইয়োগা প্রশিক্ষণ কর্মশালা

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৩ দিনের ইয়োগা প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন হয়েছে। 

জুমাবার ২২ মার্চ সকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের (ইনডোরে) জেলা ইয়োগা এসোসিয়েশনের সহযোগিতায় প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন।

কক্সবাজার জেলা ইয়োগা এসোসিয়েশন সভাপতি এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন, সহ সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক জি.এম জাহিদ ইফতেকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আলীরেজা তসলিম, জেলা ইয়োগা এসোসিয়েশন সহ সভাপতি সাংবাদিক মো: জানে আলম সাকী, সহ সভাপতি এনামুল হক, মোহাম্মদ মহিউদ্দিন, চাইনিজ উশু একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক আনোয়ার হাসান চৌধুরী, চাইনিজ উশু একাডেমি সভাপতি সেলিম এজাহার, ইয়োগা ও উশু প্রশিক্ষক মো: ছিদ্দিকুল ইসলাম এবং ইয়োগা সংগঠক মো: গিয়াস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ইয়োগা এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।

প্রশিক্ষণে শতাধিক নতুন ও পুরোনো খেলোয়াড় অংশগ্রহণ করেন। সমাপনি দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।