Pushing police Sgt
অনলাইন ডেস্ক প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৩১ এএম
রাজশাহীর পবা বায়া বাজারে মোড়ে এক পুলিশ সার্জেন্টকে ধাক্কা দিয়ে পালিয়েছেন এক কিশোর।
রোববার (৩১ মার্চ) সকালে বায়া বাজার চেকপোস্ট এলাকায় এই ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য হলেন, মো: ফিরোজ। তিনি রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত আছেন।
পুলিশ বলেন, সকালে পবার বায়া বাজারে পুলিশ সার্জেন্ট ফিরোজ চেক পোস্ট বসিয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এসময় এক কিশোর বাইকার তাকে আঘাত করে পালিয়ে যায়। বাইকের আঘাতে পুলিশ সার্জেন্ট হাতে ও পায়ে অনেকটা জখম হয়েছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা পরে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
পুলিশ আরও বলেন, পালিয়ে যাওয়া বাইকারকে গ্রেপ্তার করার জন্য তাৎক্ষণিক কন্ট্রোল রুমের মাধ্যমে নগরীর সমস্ত পয়েন্টে অভিযান শুরু হয়েছে। আমারা চেষ্টা করছি তাকে ধরার জন্য। এরপর আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।