আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

logo

১১ লাখ টাকায় বিক্রি হল ৫২টি লাক্ষা মাছ

52 lakh fish were sold for 11 lakh rupees


অনলাইন ডেস্ক: প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৪, ০৭:০৩ পিএম

১১ লাখ টাকায় বিক্রি হল ৫২টি লাক্ষা মাছ
বরগুনার পাথরঘাটায় ৫২ টি লাক্ষা মাছ বিক্রি হয়েছে ১১ লাখ ৮ হাজার টাকা।...সংগৃহীত ছবি

দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায় ৫২ টি লাক্ষা মাছ বিক্রি হয়েছে ১১ লাখ ৮ হাজার টাকা।

শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে পাথরঘাটা বিএফডিসি ঘাটে মাছগুলো বিক্রি করতে নিয়ে আসেন এফ বি সাইফ -৪ ট্রলারের জেলেরা। পরে প্রতিমণ ৮০ হাজার টাকা করে মোট ১১ লাখ ৮ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়।

পাথরঘাটা বিএফডিসি ঘাটে দেখা গেছে , প্রতিদিন সমুদ্রে মাছ ধরা শেষে ছোট বড় অসংখ্য ট্রলারে জেলেরা মাছ বিক্রি করতে ঘাটে আসেন। বর্তমানে সমুদ্রে আশানুরূপ মাছ ধরা পড়ছে না। তবে এক সপ্তাহ আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে যেন লটারির টিকিট পেয়েছেন এফবি সাইফ-৪ ট্রলারের জেলেরা। বিভিন্ন মাছের সঙ্গে তাদের জালে ধরা পড়েছে ৫২টি লাক্ষা মাছ। বিদেশে রপ্তানি হওয়ায় বড় সাইজের এসব লাক্ষা মাছ বেশি দামে বিক্রি হয়। এতে খুশি ওই ট্রলারের জেলেরা।

এফবি সাইফ-৪ ট্রলারের জেলে ফারুক হাওলাদার বলেন, ঈদের আগে সমুদ্রে ধরতে গিয়ে বড় সাইজের লাক্ষা মাছ পেয়ে আমরা খুশি। ৭০ থেকে ৮০ হাজার টাকা মণ বিক্রি করতে পেরেছি। এখন একটু হলেও আমরা আমাদের দেনা পরিশোধ করতে পারব।

এ বিষেয়ে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের সহকারী মার্কেটিং অফিসার বিপ্লব কুমার সরকার বলেন, লাক্ষা মাছ গভীর সমুদ্রের মাছ হলেও এগুলো আমাদের সুন্দরবন এলাকায় বেড়ে ওঠে। বিশেষ করে প্রজনন মৌসুমে বন থেকে খাবার খায় এরা। এ কারণে আমাদের এ অঞ্চলে লাক্ষা মাছ পাওয়া যায়। এছাড়া বিদেশে এ মাছের পেটের মধ্যে থাকা বালিশের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে বালিশ ছাড়া আমাদের দেশে এ মাছ ৬শ থকে ৭শ টাকা কেজি এবং বালিশসহ ২ হাজার থেকে ৩ হাজার টাকা কেজি দামে বিক্রি হয়।




google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0