আর্কাইভ কনভাটার ঢাকা, বুধবার, জুলাই ৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

logo

বরিশালগামী লঞ্চে বোরকা পড়ে ছিনতাই॥ আটক ৩

Robbery by wearing a burqa at the launch


অনলাইন ডেস্ক প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৪, ১০:৩২ পিএম

বরিশালগামী লঞ্চে বোরকা পড়ে ছিনতাই॥ আটক ৩
বরিশালগামী লঞ্চে বোরকা পড়ে ছিনতাই॥ আটক ৩

সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চে নারীদের বোরকা পড়ে কৌশলে ছিনতাই করার সময় তিনজনকে আটক করেছে নৌপুলিশ।

শুক্রবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নারায়ণগঞ্জ সদরের জিমখানা এলাকার সাব্বির (২০), আরাফাত (২২) ও রুবেল (৩৪)।

পাগলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, একটি চক্র বোরকা পড়ে লঞ্চে ও লঞ্চঘাটে লোকসমাগমে কৌশলে লোকজনদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। কেউ প্রতিবাদ করলে শ্লীলতাহানির অভিযোগ এনে গণধোলাইয়ের ভয় দেখানো হতো। 

এ চক্রটিকে ধরার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছি। রাতে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে সাব্বিরকে বোরকা পড়া অবস্থায় ধরা হয়েছে। 

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা দুটি মোবাইল ও বেশকিছু টাকা জব্দ করা হয়েছে। যাদের কাছ থেকে ছিনতাই করা হয়েছে তারা এসে তাদের মোবাইল ও টাকা শনাক্ত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিবিএন/০৬এপ্রিল/এসডি

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0