আর্কাইভ কনভাটার ঢাকা, রবিবার, জুলাই ৭, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

logo

মিয়ানমার থেকে পালিয়ে আরও ১৩ বিজিপি সদস্য এলো বাংলাদেশে

13 BGP members came to Bangladesh


অনলাইন ডেস্ক প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ১২:১১ পিএম

মিয়ানমার থেকে পালিয়ে আরও ১৩ বিজিপি সদস্য এলো বাংলাদেশে
মিয়ানমার থেকে পালিয়ে আরও ১৩ বিজিপি সদস্য এলো বাংলাদেশে

টেকনাফের নাফ নদী পার হয়ে নতুন করে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৩ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তারা কোস্টগার্ডের টেকনাফ স্টেশনে আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে বিজিপির এ সদস্যরা অনুপ্রবেশ করেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে টেকনাফের নাফ নদী দিয়ে মিয়ানমারের ১৩ জন বিজিপি সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেন। 

তারা বাংলাদেশ কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করেছেন। পরে কোস্টগার্ড তাদের বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির কাছে হস্তান্তর করে।  

জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম আরও জানান, বর্তমানে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর মোট ২৭৪ জন সদস্য নাইক্ষ্যংছড়ি সদরে বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন। বিজিবির পক্ষ থেকে তাদের নিরস্ত্র করা হয়েছে এবং খাবার ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।  

এর আগে সর্বশেষ বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত দিয়ে পালিয়ে  বাংলাদেশে ঢুকে বিজিবির কাছে আশ্রয় নেন এক বিজিপি সদস্য।

বিবিএন-এসডি

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0